রোবটিকস কুইজ দলীয়

বিশেষ দ্রষ্টব্য : রোবটিকস কুইজ (দলীয়) প্রতিযোগিতাটি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের অংশ নয়। ক্ষুদে রোবটবিদদের রোবটিকস বিষয়ে আরও জ্ঞান অনুসন্ধানী করে তুলার উদ্দেশ্যে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্বে প্রতিযোগিতাটি আয়োজিত করা হতে হবে।

১। প্রতিযোগিতা পরিচিতি

এটি একটি দলীয় প্রতিযোগিতা। এখানে একটি দলে ২ জন বা সর্বোচ্চ ৩ জন একসাথে অংশ নিতে পারবে, কিন্তু এককভাবে অংশগ্রহণের সুযোগ নেই। এই প্রতিযোগিতায় ২ টি দল  পরস্পর মুখোমুখি হয়ে বিভিন্ন রাউন্ডে রোবটিকসের বিভিন্ন বিষয়ে সরাসরি কুইজ প্রতিযোগিতায় যুক্ত হবে।

এই প্রতিযোগিতায় ৭-১৮ বছরের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। অর্থাৎ ২০০৪ সালের ১লা জানুয়ারি বা তারপরে জন্ম নেয়া যেকোনো শিক্ষার্থী এতে অংশ নিতে পারবে। যাদের জন্ম ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে তারা চ্যালেঞ্জ গ্রুপে ও যাদের জন্ম ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে তারা জুনিয়র গ্রুপে অংশ নিতে পারবে।

২। রেজিস্ট্রেশন

রোবটিকস কুইজ (দলীয়) প্রতিযোগিতার জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে সরাসরি আবেদন করতে হবে। আবেদনকারী দলদের একটি মক প্রতিযোগিতায় অংশ নিতে হবে। মক প্রতিযোগিতা থেকে সেরা ৮ টি দল নির্বাচন করা হবে। এরপর এই ৮ টি দল নিয়ে অনলাইনে মূল প্রতিযোগিতা শুরু হবে। সবশেষে চূড়ান্ত ২ টি দলের প্রতিযোগিতা মূল ভেনুতে অফলাইনে অনুষ্ঠিত হবে।

৩। প্রতিযোগিতার নিয়মকানুন

  • প্রতিযোগিতায় ৩ টি পর্যায় আছে। সবার প্রথমে ৮ টি দলকে নিয়ে ‘নক আউট রাউন্ড’ অনুষ্ঠিত হবে। নক আউট রাউন্ডে ২ টি করে দল পরস্পর মুখোমুখি হবে। এই রাউন্ড অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। নক আউট রাউন্ডে ১০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন বাংলায় হবে এবং প্রশ্নের উত্তর দেয়ার কোন অপশন থাকবে না। প্রশ্নগুলো হবে রোবটিকসের বিভিন্ন বিষয়ে। তবে এই রাউন্ডে কোন গাণিতিক সমস্যা বা সার্কিট ডায়াগ্রাম সমধান করা বা ছবি সম্বলিত কোন প্রশ্ন থাকবে না। উপস্থাপক সরাসরি প্রশ্ন করবেন ও উত্তর দেবার জন্য প্রতিযোগী দলদের জুমে হ্যান্ড রেইজ করতে হবে। যেই দল আগে হ্যান্ড রেইজ করবে তারা উত্তর দেবার সুযোগ পাবে। ৩০ সেকেন্ড পর্যন্ত সময় কাউন্ট হতে থাকবে। যদি ৩০ সেকেন্ডের মধ্যে কোন দলই হ্যান্ড রেইজ না করে তাহলে সেই প্রশ্নের উত্তর দেবার আর কোন সুযোগ থাকবে না এবং পরের প্রশ্নে উপস্থাপক চলে যাবেন। সঠিক উত্তর দিলে প্রতি প্রশ্নের জন্য ১০ নম্বর পাওয়া যাবে এবং ভুল উত্তর দিলে ৫ নম্বর কাটা যাবে। এভাবে মোট ১০ টি প্রশ্ন শেষে যেই দলের নম্বর সবচেয়ে বেশি থাকবে তারা কুইজের পরের পর্যায়ে উত্তীর্ণ হবে। এভাবে নক আউট রাউন্ড শেষে ৪ টি দল সেমি ফাইনালে উত্তীর্ণ হবে। সেমি ফাইনাল থেকে ২ টি দল ফাইনালে উত্তীর্ণ হবে ও সবশেষে ১ টি দল রোবটিক্স কুইক কুইজের বিজয়ী ঘোষিত হবে।
  • সেমি ফাইনাল এবং ফাইনাল পর্যায় নক আউট রাউন্ড থেকে ভিন্ন হবে। সেমি ফাইনাল ও ফাইনাল উভয় পর্যায়ে ৩ টি করে সেগমেন্ট থাকবে। এরমধ্যে সেমিফাইনাল রাউন্ড অনলাইনে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল রাউন্ড সরাসরি জাতীয় পর্বের ভেনুতে অফলাইনে অনুষ্ঠিত হবে।

১ম সেগমেন্টের নাম হল ‘বাজার রাউন্ড’। এই রাউন্ডে ৫ টি প্রশ্ন থাকবে। নক আউট রাউন্ডের মতই এখানে প্রশ্ন শেষ হবার সাথে সাথে হ্যান্ড রেইজ করতে হবে। যেই দল আগে হ্যান্ড রেইজ করবে তারা উত্তর দিতে পারবে। সঠিক উত্তরের জন্য ১০ নম্বর পাওয়া যাবে ও ভুল উত্তরের জন্য ১০ নম্বর কাটা যাবে। উত্তর বলতে বলার পর ৫ সেকেন্ডের মধ্যে অবশ্যই উত্তর বলতে হবে। নক আউট রাউন্ডের মত এই রাউন্ডে কোন গাণিতিক সমস্যা বা ছবি সম্বলিত কোন প্রশ্ন থাকবে না।

  • সেমি ফাইনাল ও ফাইনালে ২য় সেগমেন্ট থাকবে টপিক সিলেকশন রাউন্ড। এই রাউন্ডে মোট ৬-৭ টি টপিক থাকতে পারে। এই টপিকগুলো হল – একচুয়েটর, মেকানিক্স, সেন্সর, রোবটিকস ইতিহাস, ভিজুয়াল রাউন্ড (ছবি সম্বলিত), প্রোগ্রামিং, মাইক্রোকন্ত্রোলার। যেই দল বাজার রাউন্ডে বেশি নম্বর পেয়েছিল তারা প্রথমে ১ টি টপিক নির্বাচন করতে পারবে। তাদেরকে সেই টপিকের ১ টি প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর দেবার জন্য ৪ টি অপশনও দেয়া হবে। উত্তর দেবার জন্য সময় দেয়া হবে ১ মিনিট। এই সময়ে চাইলে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগও পাবে। ১ মিনিটের মধ্যে সঠিক উত্তর দিলে ২০ নম্বর পাবে ও ভুল উত্তর দিলে ২০ নম্বর কাটা যাবে। যদি দলটি ভুল উত্তর দেয়, তাহলে বিপক্ষ দলটি হ্যান্ড রেইজ করে চ্যালেঞ্জ করতে পারবে এবং বাকি ৩ টি অপশন থেকে উত্তর দিতে পারবে। চ্যালেঞ্জ করা দলটি যদি সঠিক উত্তর দেয় তাহলে বোনাস ৪০ নম্বর পাবে কিন্তু ভুল উত্তর দিলে তাদের ৪০ নম্বর কাটা যাবে। একটি দলের টপিক সিলেকশন করে ১ টি প্রশ্নের উত্তর দেয়া শেষ হলে ২য় দলটি অন্য আরেকটি টপিক নির্বাচন করে একই উপায়ে উত্তর দিবে। এভাবে মোট ৬ টি টপিক নির্বাচনের সুযোগ থাকবে, অর্থাৎ প্রতিটি দল এভাবে পর্যায়ক্রমে ৩ টি টপিক নিজেদের জন্য বাছাই করার সুযোগ পাবে এবং ৩ টি টপিকে চ্যালেঞ্জ করতে পারবে।
  • টপিক সিলেকশন রাউন্ডের পর সর্বশেষ রাউন্ড হবে র‍্যাপিড ফায়ার রাউন্ড। এই রাউন্ডে প্রতিটি দলের কাছে ১০ টি প্রশ্ন ও ২ মিনিট সময় থাকবে। ২ মিনিট সময় জুড়ে ১ টি করে প্রশ্ন টানা জিজ্ঞেস করা চলতে থাকবে। ১ টি প্রশ্নের সঠিক উত্তর দিলে ১০ পয়েন্ট পাওয়া যাবে, ভুল উত্তরে কোন নম্বর কাটা যাবে না, কিন্তু সেই প্রশ্ন আর রিপিট করা হবে না। তবে কোন প্রশ্ন যদি দলটি পাস করে যায় তাহলে উপস্থাপক পরের প্রশ্নে চলে যাবেন। ১০ টি প্রশ্ন এভাবে জিজ্ঞেস করা শেষ হয়ে গেলেও যদি ২ মিনিটের মধ্যে কোন সময় অবশিষ্ট থেকে যায় তাহলে পাস করা প্রশ্নগুলো উপস্থাপক আবার রিপিট করবেন। ২ মিনিট সময় শেষ হয়ে গেলে আর কোন প্রশ্নের উত্তর দেয়া যাবে না। যদি একটি দল ২ মিনিট শেষ হবার আগেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে ২ মিনিট থেকে যত সেকেন্ড সময় অবশিষ্ট থাকবে তত নম্বর বোনাস পাবে দলটি। এভাবে ২ টি দলই এই রাউন্ডে ২ মিনিট সময় ও ১০ টি প্রশ্ন পাবে।
  • সবশেষে ৩ রাউন্ডের নম্বর মিলিয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া দলটি বিজয়ী ঘোষিত হবে। সেমি ফাইনালে অংশ নেয়া ৪ টি দল থেকে এভাবে ২ টি দল ফাইনালে পৌঁছাবে এবং ফাইনালে একটি দল বিজয়ী ঘোষিত হবে।