রোবটিক্স কুইক কুইজ

১। রোবটিক্স কুইক কুইজ একক নাকি দলীয় প্রতিযোগিতা?
উত্তরঃ রোবটিক্স কুইক কুইজ একটি দলীয় প্রতিযোগিতা। ২ বা ৩জন একত্রে একটি দলে অংশ নিতে পারবে। তবে একা অংশ নেয়ার সুযোগ নেই এই প্রতিযোগিতায়।
২। এই প্রতিযোগিতায় কোন কোন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে?
উত্তরঃ ২০০৩ সালের ১লা জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী ৭-১৮ বছর বয়সী যে কোন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবে।
৩। মূল প্রতিযোগিতা কয়টি পর্যায়ে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ মূল প্রতিযোগিতা ৩টি পর্যায়ে বিভক্ত। ৮টি দল নিয়ে নক আউট, ৪টি দল নিয়ে সেমিফাইনাল এবং ২টি দল থেকে একটি বিজয়ী ঘোষিত হবে।
৪। প্রতিযোগিতাটি অনলাইনের কোন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ প্রতিযোগীতার প্রতিটি রাউন্ড জুম(ZOOM) অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
৫। নক আউট রাউন্ডে কয়টি প্রশ্ন থাকবে এবং মানবন্টন কী?
উত্তরঃ নক আউট রাউন্ডে ১০টি করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন বাংলায় হবে এবং প্রশ্নের উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রতিটি সঠিক উত্তর প্রদানের জন্য ১০ নম্বর পাবে কিন্তু ভুল উত্তর দিলে ৫ নম্বর কাটা যাবে।
৬। নকআউটে প্রশ্নোত্তরের ধরণ কেমন হবে?
উত্তরঃ যেই দল আগে হেন্ড রেইজ করবে সেই দল আগে উত্তর দেয়ার সুযোগ পাবে। তবে ২০ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে ব্যর্থ হলে ৫ নম্বর কাটা যাবে।
৭। সেমি ফাইনাল ও ফাইনাল রাউন্ড কি নক আউট রাউন্ডের মতো হবে?
উত্তরঃ না। উভয় পর্যায়ে ৩টি করে সেগমেন্ট থাকবে। বাজার রাউন্ড, টপিক সিলেকশন রাউন্ড এবং র্যা পিড ফায়ার রাউন্ড।
৮। বাজার রাউন্ডে কয়টি প্রশ্ন থাকবে এবং মানবন্টন কত?
উত্তরঃ বাজার রাউন্ডে নক আউটের মতো ৫টি প্রশ্ন থাকবে। উত্তর বলতে বলার ৫সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দেয়ার জন্য ১০ নম্বর পাওয়া যাবে আর ভুল উত্তর দেয়ার জন্য ১০ নম্বর কাটা যাবে।
৯। টপিক সিলেকশন রাউন্ডে কয়টি টপিক থাকবে কয়টি প্রশ্ন থাকবে?
উত্তরঃ টপিক সিলেকশন রাউন্ডে মোট ৬টি টপিক থাকবে। যথাঃ একচুয়েটর এন্ড মেকানিক্স, সেন্সর, ইলেকট্রনিক্স এন্ড সার্কিট, ভিজুয়াল রাউন্ড( ছবি ও ভিডিও সম্বলিত), প্রোগ্রামিং, মাইক্রোকন্ট্রোলার। প্রতিটি টপিক থেকে একটি করে প্রশ্ন থাকবে। বাজার রাউন্ডে সর্বোচ্চ নম্বর পাওয়া দল প্রথমে টপিক নির্বাচন করবে।
১০। প্রশ্নের ধরন ও মানবন্টন কেমন হবে?
উত্তরঃ প্রতিটি টপিক থেকে একটি করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ৪টি করে অপশন থাকবে। প্রশ্ন করার ১মিনিটের মধ্যে সঠিক উত্তর দিতে পারলে ২০ নম্বর পাবে কিন্তু ভুল উত্তর দিলে ২০ নম্বর কাটা যাবে। তবে প্রশ্ন করার পর দলের সদস্যরা আলোচনা করার জন্য ৩০ সেকেন্ড সময় পাবেন।
১১। প্রত্যেক দল কি ৬টি টপিক নির্বাচন করতে পারবে?
উত্তরঃ প্রতিটি দল পর্যায়ক্রমে ৩টি টপিক নিজেদের জন্য নির্বাচন করার সুযোগ পাবে এবং ৩টি টপিকে চ্যালেঞ্জ করতে পারবে। এভাবে প্রত্যেক দল ৬টি টপিক থেকেই প্রশ্নোত্তর করতে পারবে।
১২। কোনো দল কীভাবে চ্যালেঞ্জ করবে?
উত্তরঃ কোনো দল একটি টপিকের প্রশ্নের ভুল উত্তর দিলে তখন প্রতিপক্ষ চ্যালেঞ্জ করতে পারবে। তবে চ্যালেঞ্জ করা দল সঠিক উত্তর দিলে ৪০নম্বর পাবে কিন্তু ভুল উত্তর দিলে ৪০নম্বর কাটা যাবে।
১৩। উভয় দল কি একই টপিক নির্বাচন করতে পারবে?
উত্তরঃ দুটি দল কখনোই একই টপিক নির্বাচন করতে পারবে না। একটি টপিক থেকে প্রশ্নোত্তর শেষ হলে অপর দলকে অবশ্যই অন্য আরেকটি টপিক নির্বাচন করতে হবে যে টপিকে এর আগে প্রশ্ন করা হয় নি।
১৪। র্যা পিড ফায়ার রাউন্ডে কয়টি প্রশ্ন থাকবে আর প্রশ্নের ধরন কেমন হবে?
উত্তরঃ এই রাউন্ডে প্রতিটি দলকে আলাদা ভাবে ১০ টি প্রশ্ন করা হবে সময় থাকবে ২মিনিট। প্রতিটি প্রশ্নের উওত্তরের জন্য ২টি করে অপশন থাকতে পারে আবার নাও থাকতে পারে। প্রতি সঠিক উত্তরের জন্যে ১০নম্বর পাবে, ভুল উত্তরের জন্য কোন নম্বর কাটা যাবে না।
১৫। দলের সবাই কি উত্তর দিতে পারবে?
উত্তরঃ প্রত্যেক দলের সকলের সিদ্ধান্তে শুধুমাত্র একজনকে উত্তর প্রদানের জন্য নির্বাচন করতে হবে।