বিশেষ দ্রষ্টব্য : বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের এই ক্যাটাগরির রুলবুক আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের নির্দেশনা অনুযায়ী কিছুদিন পর আপডেট করা হবে। আপডেট করা নতুন নিয়মে ক্যাটাগরিটির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতা পরিচিতি

এটি একটি দলগত প্রতিযোগিতা। প্রতিটি দলে এক থেকে দুইজন সদস্য থাকতে পারে।

এই প্রতিযোগিতায় নির্ধারিত থিম এর উপর নির্ভর করে একটি সিমুলেশন গল্প তৈরি করতে হয় স্ক্র্যাচ অথবা এন্ট্রি সফটওয়্যারে।

পাশাপাশি সিমুলেশন গল্পকে নিয়ন্ত্রণ করে পুরো স্টোরি পরিচালনা করার জন্য এক বা একাধিক কার্যক্ষম ব্যাটারিচালিত রোবট তৈরি করতে হয় – রোবট অবশ্যই থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রতিযোগীরা সিমুলেশন প্রোজেক্ট ফাইল ও একটি প্রডাকশন প্ল্যান জমা দেয় ।

পাশাপাশি বিচারকমণ্ডলীর সামনে নিজেদের পুরো সিমুলেশন ও রোবটের কাজ সম্পর্কে একটি প্রেজেন্টেশন দিতে হয়।

সেগুলো দেখে বিচারকমণ্ডলী পৃথকভাবে নম্বর প্রদান করেন এবং তাদের গড় নম্বর থেকে বিজয়ী নির্বাচন করা হয়।

ফিজিক্যাল কম্পিউটিং কম্পিউটিং ক্যাটাগরিতে মোট সময় ৪ ঘণ্টা।

মূল থিম : Future Marine City Busan: Industry, Tourism, Culture

রেজিস্ট্রেশন

ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটের নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড- এর যেকোনো একটির স্ক্যানড কপি অবশ্যই জমা দিতে হবে। ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য দলীয় রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা। দলের প্রত্যেককে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশন করে নিজেদের প্রোফাইল তৈরি করতে হবে। এরপর প্রোফাইল থেকে নির্ধারিত ফি পরিশোধ করে নিজেদের দলের নিবন্ধন করতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ

এইবছর ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি দুইটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমে অনলাইনে সকল প্রতিযোগী বাছাই পর্বে অংশ নিবে। বাছাই পর্ব থেকে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা অফলাইনে সরাসরি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অনলাইন বাছাই পর্বে অংশ নেয়া বাধ্যতামূলক। বাছাই পর্বে অংশ নিয়ে জাতীয় পর্বের জন্য নির্বাচিত না হলে জাতীয় পর্বে অংশ নেয়ার কোন সুযোগ নেই।

অনলাইন বাছাই পর্ব 

অনলাইন বাছাই পর্ব  নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে গুগল ফর্মে। গুগল ফর্মটি ৪ দিন খোলা থাকবে। 

বাছাই পর্বের গুগল ফর্মে যেসকল সম্ভাব্য টাস্ক থাকতে পারে – 

রোবটের ধরণ

রোবটের থিম

রোবটের প্রোডাকশন প্ল্যান সাবমিশন

জাতীয় পর্বের সময় যাবতীয় কাজ

জাতীয় পর্বের বিচারকাজ