
Featured
আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ অনলাইন প্রাথমিক বাছাই পর্ব
Onlineআইআরও বাংলাদেশ ওপেন-২৫ ২০২৫ এর অনলাইন প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট সকাল ১০টা থেকে ৩০ আগস্ট রাত ১০টা পর্যন্ত। ক্রিয়েটিভ ক্যাটাগরি, মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং বিভাগে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের নির্দিষ্ট সময়ে Google Form-এর মাধ্যমে টাস্ক জমা দিতে হবে। রেজিস্ট্রেশনকৃত প্রতিযোগীরা bdro.org ওয়েবসাইটে গিয়ে নির্দেশিকা পড়ে অংশগ্রহণ করতে পারবে। সময় শেষ হওয়ার আগে সাবমিশন সম্পন্ন করাই শ্রেয়।