প্রতিযোগিতা পরিচিতি
এটি একটি দলগত প্রতিযোগিতা। প্রতিটি দলে এক থেকে দুইজন সদস্য থাকতে পারে।
এই প্রতিযোগিতায় নির্ধারিত থিম এর উপর নির্ভর করে একটি সিমুলেশন গল্প তৈরি করতে হয় স্ক্র্যাচ অথবা এন্ট্রি সফটওয়্যারে।
পাশাপাশি সিমুলেশন গল্পকে নিয়ন্ত্রণ করে পুরো স্টোরি পরিচালনা করার জন্য এক বা একাধিক কার্যক্ষম ব্যাটারিচালিত রোবট তৈরি করতে হয় – রোবট অবশ্যই থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রতিযোগীরা সিমুলেশন প্রোজেক্ট ফাইল ও একটি প্রডাকশন প্ল্যান জমা দেয় ।
পাশাপাশি বিচারকমণ্ডলীর সামনে নিজেদের পুরো সিমুলেশন ও রোবটের কাজ সম্পর্কে একটি প্রেজেন্টেশন দিতে হয়।
সেগুলো দেখে বিচারকমণ্ডলী পৃথকভাবে নম্বর প্রদান করেন এবং তাদের গড় নম্বর থেকে বিজয়ী নির্বাচন করা হয়।
ফিজিক্যাল কম্পিউটিং কম্পিউটিং ক্যাটাগরিতে মোট সময় ৪ ঘণ্টা।
মূল থিমঃ The Olympic
রেজিস্ট্রেশন
ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটের নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড- এর যেকোনো একটির স্ক্যানড কপি অবশ্যই জমা দিতে হবে। ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য দলীয় রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা। দলের প্রত্যেককে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশন করে নিজেদের প্রোফাইল তৈরি করতে হবে। এরপর প্রোফাইল থেকে নির্ধারিত ফি পরিশোধ করে নিজেদের দলের নিবন্ধন করতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ
এইবছর ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি দুইটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমে অনলাইনে সকল প্রতিযোগী বাছাই পর্বে অংশ নিবে। বাছাই পর্ব থেকে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা অফলাইনে সরাসরি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অনলাইন বাছাই পর্বে অংশ নেয়া বাধ্যতামূলক। বাছাই পর্বে অংশ নিয়ে জাতীয় পর্বের জন্য নির্বাচিত না হলে জাতীয় পর্বে অংশ নেয়ার কোন সুযোগ নেই।
অনলাইন বাছাই পর্ব
অনলাইন বাছাই পর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে গুগল ফর্মে। গুগল ফর্মটি ৪ দিন খোলা থাকবে।
বাছাই পর্বের গুগল ফর্মে যেসকল সম্ভাব্য টাস্ক থাকতে পারে –
ক) ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির জন্য তৈরি করা নিজেদের দলের একটি রোবটের পরিষ্কার ছবি সাবমিশন
খ) উক্ত রোবটের সম্ভাব্য সকল হার্ডওয়্যার ও প্রোগ্রাম করতে ব্যবহৃত সফটওয়্যারের তালিকা
গ) ফর্মে প্রদত্ত সাবথিম অনুসরণ করে নিজেদের রোবটের সম্ভাব্য ফিচারগুলোর তালিকা
ঘ) নিজেদের রোবট তৈরিতে মোট খরচের সম্ভাব্য পরিমাণ
ঙ) নিজেদের রোবটের ১ টি ফিচারের ডেমনস্ট্রেসন ভিডিও করে সাবমিশন এছাড়াও আরও এক/একাধিক সারপ্রাইজ টাস্ক গুগল ফর্মে উল্লেখ থাকতে পারে। ফর্মে নির্ধারিত নির্দিষ্ট টাস্কসমূহ সম্পন্ন করে সাবমিট করতে হবে। বাছাই পর্বে অংশ নেয়া সব দলের টাস্কসমূহ যাচাই করে তাদের মধ্য থেকে যারা নির্বাচিত হবে তাদের তালিকা প্রকাশ করা হবে এবং শুধুমাত্র তারাই অফলাইনে জাতীয় পর্বে অংশগ্রহণ করতে পারবে।
রোবটের ধরণ
ক) রোবট যেকোনো হার্ডওয়্যার, সেন্সর, মোটর ইত্যাদি দিয়ে তৈরি করা যাবে, তবে জুনিয়র গ্রুপের শিক্ষার্থীদের রোবটে অন্তত ২ টি সেন্সর এবং চ্যালেঞ্জ গ্রুপের শিক্ষার্থীদের রোবটে অন্তত ৪ টি সেন্সর অবশ্যই ব্যবহার করতে হবে।
খ) রোবট অবশ্যই ব্যাটারিচালিত হতে হয়, যেকোনো ধরণের ব্যাটারি ব্যবহার করা যাবে।
গ) সিমুলেশনের মাধ্যমে থিমের সাথে মিল রেখে স্টোরি তৈরির কাজ করতে হবে স্ক্র্যাচ বা এন্ট্রি সফটওয়্যার ব্যবহার করে।
ঘ) ফিজিক্যাল কম্পিউটিং প্রতিযোগিতায় রোবটকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা যাবে। তবে ম্যানুয়ালি নিয়ন্ত্রণের চেয়ে রোবট যদি অটোনমাস বা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে তাহলে বেশি কার্যকর হিসাবে বিবেচিত হবে। ম্যানুয়ালি কন্ট্রোল করা যাবে শুধুমাত্র তিনটি মাধ্যমে- ব্লুটুথ, জিগবি (Zigbee) ও রেডিও মডিউলের মাধ্যমে।
ঙ) কোনরকম ইন্টারনেট, ওয়াইফাই, হটস্পট তৈরি করার মাধ্যমে রোবট নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। রোবটের একটি পার্ট অন্য একটি পার্টের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
চ) জাতীয় পর্বে রোবট ভেন্যুতে বসে বানাতে হবে। উল্লেখ্য, স্টোরিতে রোবটের পারফর্ম করার দৃশ্য থাকা বাধ্যতামূলক। যেমন- স্টোরিতে যদি বলা হয় রোবট হাঁটতে পারে, তাহলে হাঁটিয়ে দেখাতে হবে, যদি বলা হয় রোবট উড়তে পারে তাহলে তাকে উড়িয়ে দেখাতে হবে ইত্যাদি।
ছ) জাতীয় প্রতিযোগিতার শুরুতে পুরো রোবটের সকল পার্ট সম্পূর্ণ খোলা (disassembled) অবস্থায় থাকতে হবে। তারপর প্রদত্ত নির্ধারিত সময়ের মধ্যে (৪ ঘণ্টা) পুরো রোবট বানাতে হবে। রোবটের একটি ডিভাইস বা পার্ট (রোবট বানাতে ব্যবহার করা হবে এমন যেকোনকিছু) আরেকটি ডিভাইসের বা পার্টের সাথে কোনপ্রকার আঠা, গ্লু, স্ক্রু - নাট, তার দিয়ে লাগিয়ে রাখা যাবে না আগে থেকে। পাশাপাশি ঝালাই বা সোলডার এবং ওয়েল্ডিং করেও রাখা যাবে না। যেসকল কম্পোনেন্ট রেডিমেড পাওয়া যায় (অর্থাৎ পিসিবি প্রিন্ট করে রাখা হয়েছে কোনপ্রকার তারের সংস্পর্শ ছাড়া) সেগুলো সরাসরি ব্যবহার করা যাবে ডিসোলডার না করেই। যেমন- আরডুইনো বোর্ড, শিল্ড ইত্যাদি। কিন্তু এসকল ডিভাইসেও আঠা, গ্লু, স্ক্রু - নাট, তার আগে থেকে লাগিয়ে রাখা যাবে না। কয়েকজন দায়িত্বশীল ভলান্টিয়ার প্রতিযোগিতা শুরু হবার পূর্বেই চেকিং এর মাধ্যমে নিশ্চিত করবেন যে রোবটের সকল অংশ সম্পূর্ণ খোলা বা disassembled অবস্থায় আছে কি না।
জ) রোবট বাস্তব জগতে যখন পারফর্ম করবে সেই অনুযায়ী সিমুলেশন প্ল্যাটফর্মে (স্ক্র্যাচ অথবা এন্ট্রি) স্টোরি আগাতে থাকবে। সবশেষে মূল থিম সম্পর্কিত বিভিন্ন সমস্যা স্টোরিতে সমাধান করে দেখাবে রোবট।
রোবটের থিম
ক) প্রতিবছর ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে IROC এর কমিটি ভিন্ন ভিন্ন মেইন থিম প্রদান করেন। বিডিআরও তেও একই থিম অনুসরণ করা হয়।
খ) ২০২৩ সালের রোবট অলিম্পিয়াডের জন্য নির্ধারিত থিম হচ্ছে “The Olympic” ।
গ) এর পাশাপাশি জাতীয় প্রতিযোগিতার দিন সকালে একটি সাবথিম (Sub theme) দেয়া হবে। সাবথিম মুলথিমের সাথেই সামঞ্জস্যপূর্ণ (compatible) থাকবে। যেমন: ২০২১ সালের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মূল থিম ছিল Social Robots। এর পাশাপাশি সেই বছর সাব থিম দেয়া হয় Tourist Robot; যার সাথে মূল থিম সরাসরি সম্পর্কিত। ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে অংশ নিতে হলে ব্যবহার করা রোবট, সিমুলেশনের স্টোরি ইত্যাদি অবশ্যই মেইন থিমের এবং সাবথিমের সাথে সামঞ্জস্যপূর্ণ (compatible) রাখতে হবে।
রোবটের প্রোডাকশন প্ল্যান সাবমিশন
ক) প্রত্যেক দলকে প্রতিযোগিতা চলাকালীন সময়ের মধ্যে প্রোডাকশন প্ল্যান লিখে জমা দিতে হবে।
খ) প্রোডাকশন প্ল্যানে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করতে হবে :
১। মূল স্টোরি
২। কোন সফটওয়্যারে সিমুলেশন করা হয়েছে
৩। যদি কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয় তাহলে সেটি কোন ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে
অনুসরণ করুন