টার্মস ও কন্ডিশন

২০২৩ – এর প্রতিযোগীর যোগ্যতা

– জন্মসাল ২০০৫ – ২০১৬ সালের মধ্যে হতে হবে।
– যাদের জন্ম ২০০৫ – ২০১০ সালের মধ্যে, তারা চ্যালেঞ্জ গ্রুপ এবং যাদের জন্ম ২০১১ – ২০১৬ সালের মধ্যে, তারা জুনিয়র গ্রুপ।
– জন্মসাল প্রমাণের জণ্য জন্মসনদ বা জন্মসাল উল্লেক করা কোন অফিসিয়াল ডকুমেন্ট জমা দেয়া বাধ্যতামূলক।
– মোট পাঁচটি ক্যাটাগরিতে এবছর অনলাইনে অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে – ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, ফিজিক্যাল কম্পিউটিং,ড্রোন মেজ, রোবটিক কুইজ।

এরমধ্যে রোবটিক কুইজ বিশেষ কুইজ কম্পিটিশন, যা শুধুমাত্র বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের বিশেষ সংযোজন। এর সাথে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের সম্পৃক্ততা নেই।

প্রতিযোগীদের নিচের লিংক থেকে প্রতিটি ক্যাটাগরির হালনাগাদ করা নিয়মকানুন দেখে নিতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছেঃ https://www.bdro.org

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম

১) প্রত্যেক প্রতিযোগীকে অবশ্যই নিজের যাবতীয় তথ্য পুরণের মাধ্যমে নিবন্ধন করতে হবে

অনলাইনে নিবন্ধন করার পর নিজের ইমেইল আইডি ভেরিফাই করতে হবে। তারপর নিজের প্রোফাইল থেকে নির্বাচন করা যাবে কোন কোন ক্যাটাগরির জন্য নিবন্ধন করতে চাও। এখানে উল্লেখ্য, নিবন্ধন সফল হলে রোবটিক কুইজ প্রতিযোগিতার নিবন্ধন হয়ে যাবে। অন্য ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে দলনেতা নিজের একাউন্ট থেকে তার দলের বাকি সদস্যদের ইউজার নেম ও সাবমিট করে দিবেন ও পেমেন্ট করবেন। এসময় রেজিস্ট্রেশন স্ট্যাটাস পেন্ডিং দেখাবে। দলনেতার দলে যুক্ত হবার রিকোয়েস্ট বাকি সদস্যরা একসেপ্ট করলে আয়োজক কর্তৃপক্ষ পেমেন্ট সফল হয়েছে কি না যাচাই করে দলটির রিকোয়েস্ট ভেরিফাই করবেন এবং তখন রেজিস্ট্রেশন সফল হয়েছে দেখা যাবে। উল্লেখ্য, শুধুমাত্র দলনেতা নিজ একাউন্ট থেকে রেজিস্ট্রেশন করবেন দলীয় প্রতিযোগিতার জন্য। দলের বাকিদের আলাদা করে দলীয় প্রতিযোগিতার নিবন্ধন করতে হবে না, কিন্তু দলের সবাইকেই পৃথক একাউন্ট খুলতে হবে নিজের প্রোফাইল ক্রিয়েট করার জন্য। একক প্রতিযোগিতা ড্রোন মেজ এর ক্ষেত্রে নিজের একাউন্ট থেকে ক্যাটাগরিটির নিবন্ধন সম্পন্ন করতে হবে।

২) একটি নির্দিষ্ট টিমে জুনিয়র এবং সিনিয়র গ্রুপের প্রতিযোগী একসাথে থাকতে পারবে না।

[যাদের জন্ম ২০০৫ – ২০১০ সালের মধ্যে, তারা চ্যালেঞ্জ গ্রুপ এবং যাদের জন্ম ২০১১ – ২০১৬ সালের মধ্যে, তারা জুনিয়র গ্রুপ ।

রিটার্ন এন্ড রিফান্ড পলিসি

কোন কারণে একজন প্রতিযোগী একটি ক্যাটাগরিতে তার নিবন্ধন বাতিল করতে চাইলে আমাদের রিটার্ন এন্ড রিফান্ড পলিসি অনুসরণ করে ঐ ক্যাটাগরির রেজিস্ট্রশনের জন্য ব্যয় করা সম্পূর্ণ অর্থ ফেরত পাবে ৭-১০ কর্ম দিবসের মধ্যে।

ডেলিভারি টাইম

একটি ক্যাটাগরির নিবন্ধন করে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করার ৭ কর্ম দিবসের মধ্যে সেই ক্যাটাগরির নিবন্ধন কনফার্ম করে ঐ ক্যাটাগরিতে অংশগ্রহণ কনফার্ম করা হবে। এসময় প্রতিযোগীর ড্যাশবোর্ডে ঐ ক্যাটাগরির স্ট্যাটাস থেকে নিশ্চিত হওয়া যাবে প্রতিযোগীর অংশগ্রহণের কনফার্মেশন।