রোবটিকস কুইজ
বিশেষ দ্রষ্টব্য : রোবটিকস কুইজ (একক) প্রতিযোগিতাটি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের অংশ নয়। ক্ষুদে রোবটবিদদের রোবটিকস বিষয়ে আরও জ্ঞান অনুসন্ধানী করে তুলার উদ্দেশ্যে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্বে প্রতিযোগিতাটি আয়োজিত করা হয়।
১। প্রতিযোগিতা পরিচিতি
এটি একটি একক কুইজ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মূলত রোবটিকস এর ইতিহাস, বেসিক ধারণা, ইলেকট্রনিকস, অ্যানালিটিকাল, বেসিক প্রোগ্রামিং- এসব বিষয় থেকে প্রশ্ন করা হয়। প্রশ্নের ধরণ এমসিকিউ বা এক শব্দে উত্তর হতে পারে।
২। রেজিস্ট্রেশন
রোবটিকস কুইজ (একক) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ওয়েবসাইটের নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্মে সঠিক তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড- এর যেকোনো একটির স্ক্যানড কপি অবশ্যই জমা দিতে হবে। রোবটিকস কুইজ (একক) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোন রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবেনা।
৩। প্রতিযোগিতার নিয়মকানুন
- রোবটিকস কুইজ (একক) প্রতিযোগিতা দুইটি রাউন্ডে অনুষ্ঠিত হবে। প্রথমে অনলাইনে সকল প্রতিযোগী মক প্রতিযোগিতায় অংশ নিবে। মক প্রতিযোগিতা থেকে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা অফলাইনে সরাসরি ভেনুতে অনুষ্ঠিত হবে।
- জুনিয়র ও চ্যালেঞ্জ গ্রুপের প্রতিযোগিতা ভিন্ন ভিন্ন সময়ে মক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় আগে থেকেই ওয়েবসাইট এবং ফেসবুক পেইজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
- মক প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগীকে একটি রেজিস্ট্রেশন আইডি দিয়ে দেওয়া হবে যার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে লগইন করে কুইজে অংশ নিতে হবে।
- মক ও জাতীয় পর্ব উভয়ক্ষেত্রে প্রশ্নের ধরণ হবে এমসিকিউ, প্রত্যেকটি প্রশ্নের জন্য চারটি করে অপশন থাকবে। এমসিকিউ এর পাশাপাশি কিছু এক শব্দে/বাক্যে উত্তর লিখতে হবে- এধরণের প্রশ্ন ও থাকবে।
- প্রশ্ন বাংলা ভাষাতে থাকবে।
- তবে লক্ষ্য রাখতে হবে যেসব প্রশ্নের কোন এমসিকিউ অপশন থাকবে না এবং এক শব্দে উত্তর চাওয়া হবে, সেসব প্রশ্নের উত্তর হিসাবে মূলত একটি সংখ্যা চাওয়া হবে। এই সংখ্যা বা ডিজিটগুলো ইংরেজি ডিজিটে টাইপ করতে হবে, বাংলায় ডিজিট লেখা যাবে না। যেমন কেউ যদি উত্তর দেয় – ৪, তাহলে অবশ্যই ধরে নেয়া হবে সে ইংরেজিতে ৮ বা এইট লিখেছে, বাংলায় ৪ বা চার লিখেছে এমন ধরা হবে না।
- কুইজের প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর করে বরাদ্দ থাকবে।প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে।
- আগে থেকে ঘোষিত নির্ধারিত সময়ে প্রতিযোগিতা শুরু এবং শেষ হবে।
মক প্রতিযোগিতার ফলাফল পরবর্তীতে ওয়েবসাইট এবং ফেসবুক পেইজে ঘোষণা করা হবে। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে জাতীয় পর্বের ভেনুতে। জাতীয় পর্বে অনলাইনের পরিবর্তে প্রশ্ন অফলাইনে সরাসরি কাগজে উত্তর জমা দিতে হবে। জাতীয় পর্ব থেকে চূড়ান্ত বিজয়ীরা নির্বাচিত হবে।
অনুসরণ করুন