বাংলাদেশ রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতায় আংশগ্রহণকারীদের বয়সসীমা ৭ থেকে ১৮ বছর। ৭ থেকে ১২ বছর বয়সী অংশগ্রহণকারীরা জুনিয়র গ্রুপ এবং ১৩ থেকে ১৮ বছরের অংশগ্রহণকারীরা চ্যালেঞ্জ গ্রুপ – এই দুই ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
একজন প্রতিযোগী এবছর সর্বোচ্চ তিনটি প্রতিযোগিতায় একক বা দলীয়ভাবে (প্রযোজ্য ক্ষেত্রে) চাইলে অংশগ্রহণ করতে পারবে।
একটি রোবটকে কিভাবে দক্ষতার সাথে ব্যবহার করা যায় তার উপর এ প্রতিযোগিতায় বেশি গুরুত্ব দেয়া হয়। এতে রোবটের এসেম্বলিং বা সংযোজন করতে হয় প্রতিযোগিতাস্থলে বসে এবং সাথে সাথে রোবটকে সঠিকভাবে কাজ করার জন্য প্রোগ্রামিংও করতে হয়। রোবট তৈরির জন্য যাবতীয় সরঞ্জাম এবং ল্যাপটপ প্রতিযোগীকে সাথে করে নিয়ে যেতে হয়। আয়োজক কর্তৃপক্ষ থেকে কোন ধরণের সরঞ্জাম সরবরাহ করা হয় না।
প্রতিবছর রোবট অলিম্পিয়াডে একটি মূল থিম থাকে।
২০২৩ সালের মূল থিম : “The Olympic”
গ্রুপ
প্রতিটি প্রতিযোগিতা জুনিয়র এবং চ্যালেঞ্জ – এই দুইটি গ্রুপে অনুষ্ঠিত হবে। একটি নির্দিষ্ট টিমে জুনিয়র এবং চ্যালেঞ্জ গ্রুপের প্রতিযোগী একসাথে থাকতে পারবে না।জন্মসাল প্রমাণের জণ্য জন্মসনদ বা জন্মসাল উল্লেখ করা কোন অফিসিয়াল ডকুমেন্ট জমা দেয়া বাধ্যতামূলক।
জুনিয়র গ্রুপ : যাদের জন্ম ২০১১ – ২০১৬ সালের মধ্যে
চ্যালেঞ্জ গ্রুপ : যাদের জন্ম ২০০৫ – ২০১০ সালের মধ্যে
বিডিআরও ২০২৩ এ নিম্নলিখিত প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবেঃ
ক্রিয়েটিভ ক্যাটাগরি (এক দলে ১-৩ জন)
- রোবট ইন মুভি (এক দলে ১-৩ জন)
- ফিজিকাল কম্পিউটিং (এক দলে ১-২ জন)
রোবটিকস কুইজ (১ জন)
*এর মধ্যে রোবটিকস কুইজ প্রতিযোগিতা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জন্য আয়োজিত হবে এবং অন্য চারটি প্রতিযোগিতা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে আয়োজিত হবে।
অনুসরণ করুন