প্রিয় শিক্ষার্থী,

ইতিমধ্যে ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এর অনলাইন বাছাই পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে। যেসকল শিক্ষার্থী দলগতভাবে বা এককভাবে রোবট ইন মুভি ক্যাটাগরির চ্যালেঞ্জ গ্রুপে জাতীয় পর্বের জন্য অনলাইন বাছাই পর্ব থেকে নির্বাচিত হয়েছে, শুধুমাত্র তারাই এবছর জাতীয় পর্বে রোবট ইন মুভি ক্যাটাগরির চ্যালেঞ্জ গ্রুপে অংশ নিতে পারবে।

একনজরে রোবট ইন মুভি ক্যাটাগরির চ্যালেঞ্জ গ্রুপের সময়সূচী –

  • ১। রোবট ইন মুভি ক্যাটাগরির প্রতিযোগীদের ভেন্যুতে প্রবেশ করার সুযোগ নেই ২৯ সেপ্টেম্বর। তবে কোন প্রতিযোগীর যদি সেইদিন ক্রিয়েটিভ ক্যাটাগরি বা ফিজিক্যাল কম্পিউটিং অথবা রোবটিকস কুইজ ক্যাটাগরির প্রতিযোগিতা থাকে তাহলে ওই ক্যাটাগরির ডকুমেন্ট দেখে নিয়ে সেই অনুযায়ী প্রবেশ করবে ভেন্যুতে।
  • ২। শিক্ষার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২৩ সকাল ৭ টা থেকে সকাল ৭ টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই ভেন্যুতে ( ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রবেশ করতে হবে। এসময় শিক্ষার্থীদের অবশ্যই সাথে করে নিজের স্কুলের আইডি কার্ড অথবা জন্মসনদ নিয়ে আসতে হবে।

    কোন কারণে নিজের স্কুলের আইডি কার্ড অথবা জন্মসনদ না নিয়ে আসলে রেজিস্ট্রেশন বুথে রিপোর্টিং করা যাবে না। তাই অবশ্যই এই ডকুমেন্ট সাথে আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত ইউনিফর্মে ভেন্যুতে আসা উত্তম, তবে সেটি বাধ্যতামূলক না।

    ভেন্যুর গুগল ম্যাপ লিংক – https://goo.gl/maps/jNWkvrmzzcJsMVm6A

    কোনভাবেই সকাল ৭ টা ৪০ মিনিটের পর ভেন্যুতে উপস্থিত হওয়া যাবে না। তাই ঢাকার ট্রাফিক জ্যামের কথা মাথায় রেখে সেভাবে ভেন্যুতে আসার পরিকল্পনা করতে হবে। ভেন্যুতে আসার পর যেসকল শিক্ষার্থী ২৯ সেপ্টেম্বর কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নি, তারা নিজেদের উপস্থিতি রিপোর্টিং বুথে রিপোর্ট করে নিজের জাতীয় পর্বের টিশার্ট, আইডি কার্ড, খাবার টোকেন ইত্যাদি সংগ্রহ করে ভেন্যুতে প্রবেশ করবে। এসময় অবশ্যই নিজের নাম ও রেজিস্ট্রেশন আইডি বুথে বলতে হবে এবং নিজের স্কুলের আইডি কার্ড অথবা জন্মসনদ দেখাতে হবে। একইসাথে বুথ থেকে সকালের নাশতা সংগ্রহ করতে হবে। পাশাপাশি বুথ থেকে যেই ফোল্ডার দেয়া হবে সেখানে দুপুরের খাবারের টোকেন দেয়া থাকবে। এই টোকেন হারানো যাবে না। এই টোকেন দেখিয়েই দুপুরের খাবার সংগ্রহ করতে হবে।

    সকাল ৭ টা ৪৫ মিনিটের পর কোনভাবেই জাতীয় পর্বের টিশার্ট, আইডি কার্ড ইত্যাদি সংগ্রহের সুযোগ নেই। তাই অবশ্যই আগেই চেকইন বুথে রিপোর্ট করতে হবে।

  • ৩। যেসকল শিক্ষার্থী ২৯ সেপ্টেম্বর ক্রিয়েটিভ ক্যাটাগরি অথবা ফিজিক্যাল কম্পিউটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তারা ৩০ সেপ্টেম্বর রেজিস্ট্রেশন বুথ থেকে শুধুমাত্র সকালের নাশতা সংগ্রহ করবে। যেসকল শিক্ষার্থী ২৯ সেপ্টেম্বর ক্রিয়েটিভ অথবা ফিজিক্যাল কম্পিউটিং এ অংশ নেয় নি, কিন্তু রোবটিকস কুইজে অংশ নিয়েছে, তারা রেজিস্ট্রেশন বুথ থেকে শুধুমাত্র সকালের নাশতা ও দুপুরের খাবারের টোকেন সংগ্রহ করবে।
  • ৪। বুথ থেকে সবকিছু সংগ্রহ করার পর টিএসসির গেট দিয়ে ভেন্যুতে শিক্ষার্থী প্রবেশ করবে। এসময় গলায় আইডি কার্ড ঝুলিয়ে প্রবেশ করতে হবে। কোন অভিভাবক বিকাল ৩ টার আগে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র প্রতিযোগীরা এসময় ভেন্যুতে প্রবেশ করবে। প্রবেশের পর রোবট ইন মুভি ক্যাটাগরির অংশে চলে যেতে হবে। সেখানে প্রত্যেক দলের জন্য একটি করে টেবিল ও একটি করে সকেট কানেকশন দেয়া আছে। নিজেদের দলের জন্য নির্ধারিত টেবিলে চলে যেতে হবে। নির্ধারিত জায়গা টেবিল ও আশেপাশের স্পেসে নিজেদের সব সামগ্রী রাখতে হবে। কোনোভাবেই এর বেশি জায়গা ব্যবহার করা যাবে না। নিজেদের টেবিলে বসার পর দায়িত্বশীল আয়োজকরা প্রতিযোগীদের ব্যাকগ্রাউন্ডের সাইজ ৯০ বাই ৬০ সেন্টিমিটার এর ভিতরে আছে কি না সেটা যাচাই করবেন। সব ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কী না যাচাই না করে কোন দলকে প্রতিযোগিতা শুরু করতে দেয়া হবে না!
  • ৫। ভেন্যুতে প্রতিযোগিতার স্থানে কোনরকম অভিভাবক প্রবেশের সুযোগ নেই। শুধুমাত্র শিক্ষার্থীরা ভেন্যুতে প্রবেশ করবে। প্রতিযোগিতার স্থানে প্রতিযোগীদের সকল সহযোগিতা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজকবৃন্দ করবেন। কোন কারণে কোন অভিভাবক প্রতিযোগিতাস্থলে প্রবেশ করলে বা ছবি তোলার চেষ্টা করলে কিংবা কথা বলার চেষ্টা করলে টার প্রতিযোগী অবাঞ্ছিত বা disqualified হয়ে যাবে।
  • ৬। সকাল ৭ টা ৩০ থেকে দুপুর ১২ টা ৩০ পর্যন্ত ৫ ঘণ্টা টানা শিক্ষার্থীরা ভেন্যুতে দেয়া সাবথিম অনুসরণ করে মুভি, কমেন্টারি ও প্রডাকশন ফাইল তৈরি করবে। এরপর শিক্ষার্থীরা দুপুর ১২ টা ৩০ এর মধ্যে অবশ্যই নিজেদের প্রডাকশন ফাইল ও ভিডিও ফাইল জমা দিবে। ভিডিও ফাইল অবশ্যই ল্যাপটপে ডেস্কটপে জমা রাখতে হবে। কারও মোবাইলে ভিডিও থাকলেও তা ল্যাপটপে নিয়ে রাখতে হবে অথবা প্রয়োজনীয় ডাটা ক্যাবল নিজের সাথে রাখতে হবে যেন ফাইল ট্রান্সফার করে মোবাইল থেকে ল্যাপটপে ভিডিও ট্রান্সফার করা যায় ও ভিডিও জমা দেয়া যায়।
  • ৭। প্রতিযোগিতা চলাকালীন মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে কারও সাথে যোগাযোগ করা সম্পূর্ণ নিষিদ্ধ। সকল ইলেক্ট্রনিক ডিভাইস ইন্টারনেট বিহীন ও এয়ারপ্লেন মুডে রাখতে হবে। কোন প্রতিযোগী টয়লেটে যেতে চাইলে আগে অনুমতি নিতে হবে ও নিশ্চিত করতে হবে সাথে কোন মোবাইল ফোন বা অন্য ইলেক্ট্রনিক ডিভাইস বহন করছে না। কোন কারণে এরকম যোগাযোগের প্রমাণ পাওয়া গেলে পুরো দলটি অবাঞ্ছিত বা disqualified হয়ে যাবে।
  • ৮। কোন দল দুপুর ১২ টা ৩০ মিনিটের মধ্যে মুভির ভিডিও ফাইল জমা না দিতে পারলে তাদের মুভি সাবমিশন বাতিল হয়ে যাবে। এব্যাপারে কোন রকম ছাড় দেয়া হবে না। তাই প্রতিযোগীদের দুপুর ১২ টা ১৫ মিনিটের পর থেকেই ভিডিও ফাইল রেডি রাখতে বলা হচ্ছে। দুপুর ১২ টা ৩০ মিনিটের পর কোনভাবেই ভিডিও জমা দেবার সুযোগ নেই। দুপুর ১২ টা ৩০ মিনিটে প্রতিযোগীরা নিজের রোবট ব্যাকগ্রাউন্ড ইত্যাদি সব গুছিয়ে ফেলবে এবং আয়োজকদের নির্দেশ অনুযায়ী নিজেদের সবকিছু এক সাইডে সরিয়ে রাখবে।
  • ৯। দুপুর ১ টার পর লাঞ্চ সরবরাহ করা হবে ও শিক্ষার্থীরা তা খেয়ে নিবে।
  • ১০। ৩০ সেপ্টেম্বর দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা ৩০ পর্যন্ত সকল ক্যাটাগরির রোবটের প্রদর্শনী হবে। এসময়ে নিজেদের রোবট ইন মুভি ক্যাটাগরির রোবটও প্রদর্শন করতে হবে।
  • ১১। এরপর ৩০ সেপ্টেম্বর বিকাল ৫ টা ৩০ মিনিটের পর ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান শুরু হবে ও পুরষ্কার বিতরণ করা হবে জাতীয় পর্বের। এই অনুষ্ঠানে জাতীয় পর্বে অংশ নেয়া সকল শিক্ষার্থী উপস্থিত থাকতে পারবে।

রোবট ইন মুভি ক্যাটাগরির জাতীয় পর্বের নিয়ম অবশ্যই এই ওয়েবপেজ থেকে দেখে নিতে হবে- https://www.bdro.org/rules/robot-in-movie/

রোবট ইন মুভি ক্যাটাগরির জাতীয় পর্বের নিয়ম

রোবট ইন মুভি ক্যাটাগরিতে জাতীয় পর্বের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা এই লিংকে দেখা যাবে-https://www.bdro.org/online-selection-round/

জাতীয় পর্বের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা