২০২৩ সালের মূল থিম : “The Olympic”
১। প্রতিযোগিতা পরিচিতি
এটি একটি দলগত প্রতিযোগিতা। প্রতিটি দলে এক থেকে তিনজন সদস্য থাকতে পারে। এই প্রতিযোগিতায় নির্ধারিত থিম এবং সাবথিমের উপর একটি দুই মিনিটের মুভি বানাতে হয়। মুভিতে একটি কার্যক্ষম ব্যাটারিচালিত রোবট থাকতে হয় – রোবটটি অবশ্যই থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রতিযোগিতাস্থলে বসে সিনেমার গল্প তৈরি করে শ্যুট করা এবং অডিও ও ভিডিও এডিটিং করে একটা পরিপূর্ণ ২ মিনিটের মুভি ও মুভি বিষয়ক ১ মিনিটের কমেন্টারি তৈরি করতে হয়। নির্দিষ্ট ফাইল সাইজ, রেজুলেশন, ফরম্যাট ইত্যাদি নিয়ম অনুসরণ করে ফাইল জমা দেয় প্রতিযোগীরা। বিচারকমণ্ডলী সেগুলো দেখে পৃথকভাবে নম্বর প্রদান করেন এবং তাদের গড় নম্বর থেকে বিজয়ী নির্বাচন করা হয়। রোবট ইন মুভি ক্যাটাগরিতে মোট সময় দেওয়া হবে ৫ ঘন্টা।
২। রোবটের ধরণ
ক) রোবট যেকোনো হার্ডওয়্যার, সেন্সর, মোটর ইত্যাদি দিয়ে তৈরি করা যাবে
খ) রোবট অবশ্যই ব্যাটারিচালিত হতে হয়, যেকোনো ধরণের ব্যাটারি ব্যবহার করা যাবে।
গ) প্রতিযোগীরা প্রয়োজনীয় সফটওয়্যার কোডিং, প্রপস, ব্যাকগ্রাউন্ড এগুলো আগে থেকে তৈরি করে রাখতে পারে।
ঘ) রোবট ইন মুভি ক্যাটাগরিতে রোবটকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা যাবে। তবে ম্যানুয়ালি কন্ট্রোল করা শুধুমাত্র তিনটি মাধ্যমে করা যাবে- ব্লুটুথ, জিগবি (Zigbee) ও রেডিও মডিউলের মাধ্যমে।
ঙ) কোনরকম ইন্টারনেট, ওয়াইফাই, হটস্পট তৈরি করার মাধ্যমে রোবট নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। রোবটের একটি পার্ট অন্য একটি পার্টের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
চ) রোবটকে কোড করার ক্ষেত্রেও একইভাবে কোন অনলাইন মাধ্যম বা অনলাইন নেটওয়ার্ক ব্যবহার করা যাবে না। উদাহরণস্বরূপ রাস্পবেরি পাইকে কোন ভার্চুয়াল অনলাইন নেটওয়ার্কে যুক্ত করে কোড করা যাবে না।
ছ) যেসকল ডেভেলপমেন্ট বোর্ডে ইন্টারনেট বা ওয়াইফাই ব্যবহারের সুবিধা আছে সেগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যেন প্রতিযোগিতা চলাকালীন সময়ে এই বোর্ডের কোন ইন্টারনেট ফিচার ব্যবহার করা না হয়।
জ) রোবটের সাইজ নির্দিষ্ট করা নেই। কিন্তু ৯০ সেমি X ৬০ সেমি সাইজের সেটের মধ্যে পুরো মুভিটি শুট করতে হবে। ফিল্ডে চালানোর জন্য প্রয়োজনীয় যা কিছু লাগবে শিক্ষার্থী নিজে ব্যবস্থা করবে।
ঝ) রোবট আগে থেকে বানিয়ে রাখা যাবে। উল্লেখ্য, সিনেমাতে রোবটের পারফর্ম করার দৃশ্য থাকা বাধ্যতামূলক। যেমন- সিনেমাতে যদি বলা হয় রোবট হাঁটতে পারে, তাহলে হাঁটিয়ে দেখাতে হবে, যদি বলা হয় রোবটটি উড়তে পারে তাহলে তাকে উড়িয়ে দেখাতে হবে ইত্যাদি।
ঞ) মুভিতে কার্যক্ষম রোবট এক বা একাধিক ব্যবহার করা যাবে।
৩। রোবটের থিম
ক) প্রতিবছর রোবট ইন মুভি ক্যাটাগরিতে IROC এর কমিটি ভিন্ন ভিন্ন মেইন থীম প্রদান করেন। বিডিআরও তেও একই থিম অনুসরণ করা হয়।
খ) ২০২৩ সালের রোবট অলিম্পিয়াডের জন্য নির্ধারিত থিম হচ্ছে “Olympic Game”।
গ) এর পাশাপাশি প্রতিযোগিতার দিন সকালে একটি সাবথিম (Sub theme) দেয়া হবে। সাবথিম মুলথিমের সাথেই সামঞ্জস্যপূর্ণ (compatible) থাকবে। রোবট ইন মুভি ক্যাটাগরিতে অংশ নিতে হলে ব্যবহার করা রোবট, মুভির গল্প ইত্যাদি অবশ্যই মেইন থিমের ও সাবথিমের সাথে সামঞ্জস্যপূর্ণ (compatible) রাখতে হবে।
রোবটের সেট ও উপকরণ
ক) প্রত্যেক দলের সিনেমা অবশ্যই প্রতিযোগিতার সময় বসে নির্ধারিত সময়সীমার মধ্যে (৫ ঘণ্টা) বানাতে হবে।
খ) সিনেমাটি প্রতিযোগিতার সময় শ্যুট করা হয়েছে সেটা বোঝার জন্য আয়োজক কর্তৃপক্ষ একটি ট্যাগলাইন বা উদ্ধৃতি (quotation) প্রতিযোগিতা শুরুর সময় দিয়ে দিবেন। সেটি সিনেমাতে প্রতিটি দৃশ্যে ব্যবহার করতে হবে।
গ) সিনেমার প্রতিটি দৃশ্যে (scene) অবশ্যই ঐ ট্যাগটি থাকতে হবে।
ঘ) প্রত্যেক দলকে সেট বানানোর উপকরণ, নিজ নিজ ক্যামেরা এবং ল্যাপটপ নিয়ে বসতে হবে। প্রতিযোগিতা শুরু হয়ে গেলে কোনকিছু সংগ্রহ করা যাবে না।
ঙ) যদি মোবাইল ফোন বা ট্যাবে সিনেমা শ্যুট করা হয় তাহলে অবশ্যই ফোন বা ট্যাবটিকে এয়ারপ্লেন মোডে রাখতে হবে; অন্যথায় সেই দলটি অযোগ্য (disqualified) বলে বিবেচিত হবে।
চ) সিনেমায় প্রয়োজন হলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাবহার করা যাবে, কিন্তু সেই মিউজিকের মূল উৎস (source link) প্রোডাকশন প্ল্যানে উল্লেখ করতে হবে। সিনেমাতে প্রয়োজন হলে শুট করা ভিডিওর পাশাপাশি ভিন্ন জায়গা থেকে আগে থেকে সংগ্রহ করে রাখা ছবি ও ভিডিও (external image & video) যুক্ত করা যাবে। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই সেই অংশগুলোর কথা প্রোডাকশনে প্ল্যানে উল্লেখ করতে হবে, সময়ের পরিমাণ (Time Duration) সহ। লক্ষ্য রাখতে হবে বাইরে থেকে নেয়া ছবি ও ভিডিও যেন খুবই কম সময়ের জন্য হয় (সর্বোচ্চ ১০ সেকেন্ড)। যদি ২ মিনিটের সিনেমার মধ্যে অধিক পরিমাণে বাইরের দৃশ্য বা ছবি থাকে তাহলে বিচারকগণ চাইলে প্রতিযোগী দলটিকে অবাঞ্ছিত (disqualified) ঘোষণা করতে পারেন।
ছ) শুধু মাত্র ছবি তুলে স্লাইডশো করে কোন সিনেমা তৈরি করা যাবে না।
৫। রোবটের প্রোডাকশন প্ল্যান সাবমিশন
ক) প্রত্যেক দলকে প্রতিযোগিতা চলাকালীন সময়ের মধ্যে প্রোডাকশন প্ল্যান লিখে জমা দিতে হবে।
খ) প্রোডাকশন প্ল্যানে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করতে হবে :
- সিনেমার গল্প
- কোন ক্যামেরায় ধারণ করা হয়েছে
- কোন সফটওয়্যার ব্যবহার করে এডিটিং করা হয়েছে
- যদি কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয় তাহলে সেটি কোন ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে
৬। প্রতিযোগিতার সময় যাবতীয় কাজ
ক) যাবতীয় কাজ করার জন্য মোট ৫ ঘণ্টা সময় পাওয়া যাবে
খ) সিনেমাটির দৈর্ঘ্য ৩০ সেকেন্ড থেকে ২ মিনিট এর মধ্যে হবে।
গ) সেই সাথে দলের সদস্যদের এক মিনিটে সিনেমা সম্পর্কে (movie commentary) বলতে হয়। সেটিও প্রতিযোগিতার সময় বসে ভিডিও করতে হবে।
ঘ) এই ৫ ঘণ্টার মধ্যেই প্রতিযোগিতা স্থলে বসেই প্রোডাকশন প্ল্যানও লিখে ফেলতে হবে।
ঙ) ভিডিও ফাইলটি নিম্নলিখিত নিয়ম মেনে তৈরি করতে হবেঃ
১। সিনেমার দৈর্ঘ্য সর্বোচ্চ ২ মিনিট (৩০ সেকেন্ড থেকে ১২০ সেকেন্ড গ্রহণযোগ্য। তবে কোনভাবেই তার বেশি বা কম নয়)। সিনেমার পাশাপাশি ৩০ থেকে ৬০ সেকেন্ডের একটি সেল্ফ ইন্টার্ভিউ থাকবে মুভিটির ব্যাপারে।
২। ফাইল সাইজঃ সর্বোচ্চ ৬০০ মেগাবাইট
৩। রেজ্যুলেশনঃ অবশ্যই 1280X720 পিক্সেল (pixel) বা এর চেয়ে বেশি হতে হবে
৪। ফাইল ফরম্যাটঃ WMV, AVI, MP4 অথবা MOV
৭। বিচারকাজ
ক) বিচারকমণ্ডলী থীমের সাথে সিনেমার সামঞ্জস্য (compatibility), থীমের সাথে সিনেমায় ব্যবহৃত রোবটের সামঞ্জস্য (compatibility), রোবটের কার্যকারিতা (effectiveness), সিনেমায় ব্যবহৃত সেট এবং সাউন্ড, সৃজনশীলতা (creativity), কাজের সম্পূর্ণতা (completeness) সব কিছু বিবেচনা করে নম্বর প্রদান করবেন।
খ) বিচারকমণ্ডলীর গড় নম্বরের (average number) ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়।
গ) বিচারকদের নিকট থেকে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী (highest number) দলই বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।
ঘ) যেকোনো প্রতিযোগী দলের সাথে প্রয়োজন হলে বিচারক দল তাদের ইন্টারভিউ নিতে পারেন ও তাদের পুরো কাজ সম্পর্কে বিস্তারিত আবার জিজ্ঞাসাবাদ করতে পারেন।
অনুসরণ করুন