প্রতিযোগিতা পরিচিতি
এটি একটি দলগত প্রতিযোগিতা। প্রতিটি দলে একজন থেকে তিনজন পর্যন্ত সদস্য (Team Member) থাকতে পারে।
এই প্রতিযোগিতায় নির্ধারিত থিম এবং সাবথিমের উপর ভিত্তি করে একটি সর্বোচ্চ দুই মিনিটের মুভি ও এক মিনিটের সেলফ কমেন্টারি বানাতে হয়। মুভিতে এক/একাধিক কার্যক্ষম (workable) ব্যাটারিচালিত (Battery Operated) রোবট থাকতে হয়। প্রতিযোগিতাস্থলে (Competition venue) বসে সিনেমার গল্প তৈরি করে শ্যুট করা এবং অডিও ও ভিডিও এডিটিং করে একটি পরিপূর্ণ মুভি ও মুভি বিষয়ক কমেন্টারি সম্বলিত ভিডিও তৈরি করতে হয়। পাশাপাশি একটি প্রোডাকশন প্ল্যান জমা দিতে হয়। সার্বিকভাবে বিচারকেরা সবকিছু বিবেচনা করে বিজয়ী নির্বাচন করেন।
রেজিস্ট্রেশন
রোবট ইন মুভি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটের নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড- এর যেকোনো একটির স্ক্যানড কপি অবশ্যই জমা দিতে হবে। রোবট ইন মুভি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দলীয় রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা। দলের প্রত্যেককে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশন করে নিজেদের প্রোফাইল তৈরি করতে হবে। এরপর প্রোফাইল থেকে নির্ধারিত ফি পরিশোধ করে নিজেদের দলের নিবন্ধন করতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ
এইবছর রোবট ইন মুভি প্রতিযোগিতা দুইটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমে অনলাইনে সকল প্রতিযোগী বাছাই পর্বে অংশ নিবে। বাছাই পর্ব থেকে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা অফলাইনে সরাসরি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অনলাইন বাছাই পর্বে অংশ নেয়া বাধ্যতামূলক। বাছাই পর্বে অংশ নিয়ে জাতীয় পর্বের জন্য নির্বাচিত না হলে জাতীয় পর্বে অংশ নেয়ার কোন সুযোগ নেই।
অনলাইন বাছাই পর্ব
অনলাইন বাছাই পর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে গুগল ফর্মে। গুগল ফর্মটি ৪ দিন খোলা থাকবে।
বাছাই পর্বের গুগল ফর্মে যেসকল সম্ভাব্য টাস্ক থাকতে পারে –
ক) রোবট ইন মুভি প্রতিযোগিতার জন্য তৈরি করা নিজেদের দলের একটি রোবটের পরিষ্কার ছবি সাবমিশন
খ) উক্ত রোবটের সকল হার্ডওয়্যার ও প্রোগ্রাম করতে ব্যবহৃত সফটওয়্যারের তালিকা
গ) গুগল ফর্মে দেয়া একটি সাবথিমের উপর ৪০ সেকেন্ডের একটি মুভি তৈরি করে সেই মুভি সাবমিশন
ঘ) ভিডিও এডিট করতে ব্যবহার করা সফটওয়্যারের নাম এছাড়াও আরও এক/একাধিক সারপ্রাইজ টাস্ক গুগল ফর্মে উল্লেখ থাকতে পারে। ফর্মে নির্ধারিত নির্দিষ্ট টাস্কসমূহ সম্পন্ন করে সাবমিট করতে হবে। বাছাই পর্বে অংশ নেয়া সব দলের টাস্কসমূহ যাচাই করে তাদের মধ্য থেকে যারা নির্বাচিত হবে তাদের তালিকা প্রকাশ করা হবে এবং শুধুমাত্র তারাই অফলাইনে জাতীয় পর্বে অংশগ্রহণ করতে পারবে।
রোবটের ধরণ
ক) রোবট যেকোনো হার্ডওয়্যার (Hardware), সেন্সর (Sensor), মোটর (Motor) ইত্যাদি দিয়ে তৈরি করা যাবে।
খ) রোবট অবশ্যই ব্যাটারিচালিত (Battery Operated) হতে হবে এবং যেকোনো ধরণের ব্যাটারি ব্যবহার করা যাবে।
গ) প্রতিযোগীরা প্রয়োজনীয় সফটওয়্যার কোডিং (Programming), প্রপস (Props), ব্যাকগ্রাউন্ড (Background) এগুলো আগে থেকে তৈরি করে রাখতে পারে।
ঘ) রোবট ইন মুভি ক্যাটাগরিতে রোবটকে ম্যানুয়ালি নিয়ন্ত্রণ (manual control) করা যাবে। তবে ম্যানুয়ালি কন্ট্রোল করা শুধুমাত্র তিনটি মাধ্যমে করা যাবে- ব্লুটুথ (Bluetooth), জিগবি (Zigbee) ও রেডিও মডিউল (Radio module)।
ঙ) কোনরকম ইন্টারনেট (Internet), ওয়াইফাই (Wi-Fi), হটস্পট (Hotspot) তৈরি করার মাধ্যমে রোবট নিয়ন্ত্রণ (Control) করার সুযোগ নেই । রোবটের একটি পার্ট অন্য একটি পার্টের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
চ) রোবটকে কোড করার ক্ষেত্রেও একইভাবে কোন অনলাইন মাধ্যম বা অনলাইন নেটওয়ার্ক ব্যবহার করা যাবে না। উদাহরণস্বরূপ রাস্পবেরি পাইকে কোন ভার্চুয়াল অনলাইন নেটওয়ার্কে যুক্ত করে কোড করা যাবে না।
ছ) যেসকল ডেভেলপমেন্ট বোর্ডে ইন্টারনেট বা ওয়াইফাই ব্যবহারের সুবিধা আছে সেগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যেন প্রতিযোগিতা চলাকালীন সময়ে এই বোর্ডের কোন ইন্টারনেট ফিচার ব্যবহার করা না হয়।
জ) রোবটের সাইজ নির্দিষ্ট করা নেই। কিন্তু ৯০ সেমি X ৬০ সেমি (90X60 cm) সাইজের সেটের মধ্যে পুরো মুভিটি শুট করতে হবে। ফিল্ডে চালানোর জন্য প্রয়োজনীয় যা কিছু লাগবে শিক্ষার্থী নিজে ব্যবস্থা (arrange) করবে।
ঝ) রোবট আগে থেকে বানিয়ে রাখা যাবে। উল্লেখ্য, সিনেমাতে রোবটের পারফর্ম করার দৃশ্য (performance scene) থাকা বাধ্যতামূলক। যেমন- সিনেমাতে যদি বলা হয় রোবট হাঁটতে (walk) পারে, তাহলে হাঁটিয়ে দেখাতে হবে, যদি বলা হয় রোবটটি উড়তে (fly) পারে তাহলে তাকে উড়িয়ে দেখাতে হবে ইত্যাদি।
ঞ) মুভিতে কার্যক্ষম (workable) রোবট এক বা একাধিক (one or multiple) ব্যবহার করা যাবে।
ট) মুভির শুটিং(shooting) করার জন্য যদি কোন ক্যামেরা (camera) /মোবাইল, আলো নিয়ে কাজ করার ডিভাইস, অডিও ধারণ করার ডিভাইস ইত্যাদি প্রয়োজন হয় নিজে তা যোগাড় করে ভেন্যুতে আনা যাবে।
রোবটের থিম
- ক) প্রতিবছর রোবট ইন মুভি ক্যাটাগরিতে IROC এর কমিটি ভিন্ন ভিন্ন মেইন থিম প্রদান করেন। বিডিআরও তেও একই থিম অনুসরণ করা হয়।
- খ) ২০২৩ সালের রোবট অলিম্পিয়াডের জন্য নির্ধারিত থিম হচ্ছে “The Olympic” ।
- গ) এর পাশাপাশি জাতীয় প্রতিযোগিতার দিন সকালে একটি সাবথিম (Sub theme) দেয়া হবে। সাবথিম মুলথিমের সাথেই সামঞ্জস্যপূর্ণ (compatible) থাকবে। যেমন: ২০২২ সালের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মূল থিম ছিল Smart City। এর পাশাপাশি সেই বছর সাব থিম দেয়া হয় Delivery Robot; যার সাথে মূল থিম সরাসরি সম্পর্কিত।রোবট ইন মুভি ক্যাটাগরিতে অংশ নিতে হলে ব্যবহার করা রোবট, মুভির গল্প ইত্যাদি অবশ্যই মেইন থিমের ও সাবথিমের সাথে সামঞ্জস্যপূর্ণ (compatible) রাখতে হবে।
রোবটের সেট ও উপকরণ
- ক) প্রত্যেক দলের সিনেমা অবশ্যই প্রতিযোগিতার সময় বসে নির্ধারিত সময়সীমার মধ্যে (৫ ঘণ্টা) বানাতে হবে।
- খ) সিনেমাটি প্রতিযোগিতার সময় শ্যুট করা হয়েছে সেটা বোঝার জন্য আয়োজক কর্তৃপক্ষ একটি ট্যাগলাইন (tagline) বা উদ্ধৃতি (quotation) প্রতিযোগিতা শুরুর সময় দিয়ে দিবেন। সেটি সিনেমাতে প্রতিটি দৃশ্যে ব্যবহার করতে হবে।
- গ) সিনেমার প্রতিটি দৃশ্যে (scene) অবশ্যই ঐ ট্যাগটি (tagline) থাকতে হবে। কোন দৃশ্যে (scene) ট্যাগ (tagline) অনুপস্থিত (missing) থাকলে সেই মুভি গ্রহণযোগ্য হবে না (will not be accepted)।
- ঘ) প্রত্যেক দলকে সেট বানানোর উপকরণ, নিজ নিজ ক্যামেরা এবং ল্যাপটপ নিয়ে বসতে হবে। প্রতিযোগিতা শুরু হয়ে গেলে কোনকিছু সংগ্রহ (collect) করা যাবে না।
- ঙ) যদি মোবাইল ফোন বা ট্যাবে সিনেমা শ্যুট করা হয় তাহলে অবশ্যই ফোন বা ট্যাবটিকে এয়ারপ্লেন মোডে (airplane mode) রাখতে হবে; অন্যথায় সেই দলটি অযোগ্য (disqualified) বলে বিবেচিত হবে।
- চ) সিনেমায় প্রয়োজন হলে ব্যাকগ্রাউন্ড মিউজিক (background music) ব্যবহার করা যাবে, কিন্তু সেই মিউজিকের মূল উৎস (source link) প্রোডাকশন প্ল্যানে (production plan) উল্লেখ করতে হবে। সিনেমাতে প্রয়োজন হলে শুট করা ভিডিওর পাশাপাশি ভিন্ন জায়গা থেকে আগে থেকে সংগ্রহ করে রাখা ছবি ও ভিডিও (external image & video) যুক্ত করা যাবে। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই সেই অংশগুলোর কথা প্রোডাকশনে প্ল্যানে উল্লেখ করতে হবে, সময়ের পরিমাণ (Time Duration) সহ। লক্ষ্য রাখতে হবে বাইরে থেকে নেয়া ছবি ও ভিডিও যেন খুবই কম সময়ের জন্য হয় (সর্বোচ্চ ১০ সেকেন্ড)। যদি ২ মিনিটের সিনেমার মধ্যে অধিক পরিমাণে বাইরের দৃশ্য বা ছবি থাকে তাহলে বিচারকগণ চাইলে প্রতিযোগী দলটিকে অবাঞ্ছিত (disqualified) ঘোষণা করতে পারেন।
- ছ) শুধু মাত্র ছবি তুলে স্লাইডশো করে কোন সিনেমা তৈরি করা যাবে না।
রোবটের প্রোডাকশন প্ল্যান সাবমিশন
ক) প্রত্যেক দলকে প্রতিযোগিতা চলাকালীন সময়ের মধ্যে প্রোডাকশন প্ল্যান লিখে জমা দিতে হবে।
খ) প্রোডাকশন প্ল্যানে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করতে হবে :
১। সিনেমার গল্প
২। কোন ক্যামেরায় ধারণ করা হয়েছে
৩। কোন সফটওয়্যার ব্যবহার করে এডিটিং করা হয়েছে
৪। যদি কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয় তাহলে সেটি কোন ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে
জাতীয় পর্বের সময় যাবতীয় কাজ
ক) যাবতীয় কাজ করার জন্য মোট ৫ ঘণ্টা সময় পাওয়া যাবে। ৫ ঘণ্টা শেষ হবার আগেই অবশ্যই নিজের ভিডিও এবং প্রোডাকশন প্ল্যান জমা দিতে হবে। ৫ ঘণ্টার পর সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত ভিডিও জমা নেয়া হয়। এসময় প্রতি ১ মিনিট অতিরিক্ত সময়ের জন্য ২ নম্বর করে পেনাল্টি হতে থাকে। অতিরিক্ত ১০ মিনিট সমাপ্ত হবার পর ফাইল জমা নেয়া হয় না বা কেউ ফাইল জমা দেয়ার চেষ্টা করলেও তার মুভি বাতিল গণ্য হবে।
খ) সিনেমাটির দৈর্ঘ্য ৩০ সেকেন্ড থেকে ২ মিনিট এর মধ্যে হবে।
গ) ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট এর মধ্যে দলের সদস্যদের মুভি সম্পর্কে সেলফ কমেন্টারি (movie commentary) ভেন্যুতেই শুট করতে হবে। সিনেমা এবং নিজেদের সেলফ কমেন্টারি দুইটিই ভিডিওর মধ্যে অন্তর্ভুক্ত।
ঘ) এই ৫ ঘণ্টার মধ্যেই প্রতিযোগিতা স্থলে বসেই প্রোডাকশন প্ল্যানও লিখে ফেলতে হবে।
ঙ) ভিডিও ফাইলটি নিম্নলিখিত নিয়ম মেনে তৈরি করতে হবে:
১। ফাইল সাইজ: সর্বোচ্চ ৬০০ মেগাবাইট
২। রেজ্যুলেশন: অবশ্যই 1280X720 পিক্সেল (pixel) বা এর চেয়ে বেশি হতে হবে
৩। ফাইল ফরম্যাট: WMV, AVI, MP4 অথবা MOV
জাতীয় পর্বের বিচারকাজ
- ক) বিচারকমণ্ডলী থিমের সাথে সিনেমার সামঞ্জস্য (compatibility), থিমের সাথে সিনেমায় ব্যবহৃত রোবটের সামঞ্জস্য (compatibility), রোবটের কার্যকারিতা (effectiveness), রোবট দিয়ে নির্দিষ্ট সমস্যা সমাধানের সক্ষমতা, সিনেমায় ব্যবহৃত সেট এবং সাউন্ড, সৃজনশীলতা (creativity), কাজের সম্পূর্ণতা (completeness) সব কিছু বিবেচনা করে নম্বর প্রদান করবেন।
- খ) বিচারকমণ্ডলীর গড় নম্বরের (average number) ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়।
- গ) বিচারকদের নিকট থেকে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী (highest number) দলই বিজয়ী হিসেবে নির্বাচিত হয়।
- ঘ) যেকোনো প্রতিযোগী দলের সাথে প্রয়োজন হলে বিচারক দল তাদের ইন্টারভিউ নিতে পারেন ও তাদের পুরো কাজ সম্পর্কে বিস্তারিত আবার জিজ্ঞাসাবাদ করতে পারেন।
অনুসরণ করুন