Loading Events

বাছাই পর্ব থেকে নির্বাচিতরা জাতীয় পর্বে অংশ নিবে ২৯-৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। এবছর মোট ১৫৯২ জন শিক্ষার্থী ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অনলাইন বাছাই পর্বে অংশগ্রহণ করেছে। সকল শিক্ষার্থীর পারফরম্যান্স যাচাই বাছাই করে জাতীয় পর্বে অংশগ্রহণের জন্য খুদে রোবটবিদদের বাছাই করা হয়েছে। ফলাফল জানতে ভিজিট করি .http://bdro.org/ জাতীয় পর্বের জন্য নির্বাচিত সকল শিক্ষার্থীকে আমরা শুভকামনা জানাচ্ছি। আগামী ২১-২৫ সেপ্টেম্বর জাতীয় পর্বের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরির অনলাইনে রুলবুক নিয়ে মিটিং হবে। সকল ক্যাটাগরির এই মিটিং এর শিডিউল ওয়েবসাইটে দেয়া আছে। পর্যায়ক্রমে সকল ক্যাটাগরির দলনেতা/ প্রতিযোগীর কাছে ইমেইল যাবে এই ব্যাপারে। তবে যারা এইবছর জাতীয় পর্বের জন্য নির্বাচিত হও নি তারা মন খারাপ করবে না। সামনের বছর আরও বেশি পরিশ্রম করে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারো এই প্রত্যাশা রইল।

Leave A Comment