রেজিস্ট্রেশনের সময় আর বাকি
0
0
0
0
Days
0
0
Hrs
0
0
Min
0
0
Sec

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের অন্যতম একটি ক্যাটাগরি হল ফিজিক্যাল কম্পিউটিং।
ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির প্রস্তুতির আদ্যোপান্ত নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিতে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে ঢাকায় আয়োজন করছে একটি ২ দিনব্যাপী প্রস্তুতিমূলক ক্যাম্প!

ক্যাম্পে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের দিকনির্দেশনা দিবেন আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ দলের প্রশিক্ষকবৃন্দ, পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় করবেন আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের গোল্ড মেডেলিস্ট মার্জিয়া আফিফা পৃথিবী ও সিলভার মেডালিস্ট প্রপা হালদার।

যারা অংশ নিতে পারবে –

বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক ৯-১৮ বছর বয়সী শিক্ষার্থী

ক্যাম্পের সময়/স্থানঃ

  • ক্যাম্পের সময় – ১৮ আগস্ট ২০২৩, শুক্রবার, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত
  • ক্যাম্প ভেন্যু – ঢাকা ( ভেন্যুর বিস্তারিত পরে ঘোষিত হবে। )
  • রেজিস্ট্রেশন ফি – ১০০০ টাকা
  • রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৬ আগস্ট ২০২৩, রাত ১১ টা ৫০ মিনিট।
  • আসন সংখ্যা – ২০; উল্লেখ্য, আসন সংখ্যা শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়া হবে, তাই দ্রুত রেজিস্ট্রেশন করা উত্তম।

*** রেজিস্ট্রেশন করার পর সেটি ক্যান্সেল করার বা রিফান্ড করার সুযোগ নেই।

ক্যাম্পের কারিকুলাম –

  • ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরি পরিচিতি
  • মূলথিম স্টাডি
  • সাবথিম স্টাডি
  • রোবটের ফিচার নির্ধারণ
  • এন্ট্রি সফটওয়্যার পরিচিতি
  • ভার্চুয়াল স্টোরিলাইন তৈরি, আরডুইনোর সাথে এন্ট্রি সফটওয়্যারের প্রোগ্রামিং
  • ভার্চুয়াল স্টোরিলাইনের সাথে রোবটের কমিউনিকেশন
  • প্রোডাকশন প্ল্যান চর্চা ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য –

  • ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী সকাল ও দুপুরের খাবার এবং ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
  • খ) কর্মশালায় ব্যবহৃত উপকরণ কর্মশালার সময়ে দেয়া হবে। কিন্তু কর্মশালা শেষে সেগুলো আবার ফেরত নেয়া হবে।
  • গ) শিক্ষার্থীকে নিজের ল্যাপটপ সাথে করে নিয়ে আসতে পারলে ভালো, তবে সেটি বাধ্যতামূলক নয়।
  • ঘ) এই ক্যাম্পে রোবট তৈরি করা শিখানো হবে না। তবে ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির প্রস্তুতির সার্বিক দিকনির্দেশনা দেয়া হবে ও প্র্যাকটিস করানো হবে।
  • ঙ) ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে একজন শিক্ষার্থী দলীয়ভাবে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশ নিতে চাইলে দলের সবাই এই ক্যাম্পে অংশ নেয়া উত্তম, তবে সেটি বাধ্যতামূলক নয়।

রেজিস্ট্রেশনের নিয়ম –

  • ১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে। বিকাশ নম্বর: 01316814633

  • ২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ১০০০ টাকা (এক হাজার টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
  • ৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/jph6reKvexprvXnn7 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
  • ৪. ফর্ম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করা হবে। ৪৮ ঘণ্টার মধ্যে নিবন্ধনের কনফার্মেশন না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711