প্রিয় খুদে রোবটবিদেরা,
বছর ঘুরে আবার চলে আসছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। এবছর ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত হবে গ্রিসের এথেন্স শহরে অনুষ্ঠেয় ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠনের উদ্দেশ্যে।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের নির্ধারণ করা নিয়ম অনুযায়ী এইবছরে ২০০৫ সাল বা তারপরে জন্মগ্রহণ করা বাংলাদেশী শিক্ষার্থীরা বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। যাদের জন্মসাল ২০০৫-২০১০ এর মধ্যে তারা চ্যালেঞ্জ গ্রুপে ও যাদের জন্মসাল ২০১১-২০১৬ এরমধ্যে তারা জুনিয়র গ্রুপে অংশগ্রহণ করতে পারবে।
এবছরের মূলথিম – The Olympic.
এটি আরও আগেই ঘোষিত হয়েছে, আমরা আশা করছি তোমরা এই মূলথিম নিয়ে ইতিমধ্যে নিজেদের রোবট বানানোর কাজ চালিয়ে যাচ্ছ।
৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে মোট ৫ টি ক্যাটাগরিতে –
১। ক্রিয়েটিভ ক্যাটাগরি
২। রোবট ইন মুভি
৩। ফিজিক্যাল কম্পিউটিং
৪। ড্রোন মেজ
৫। রোবটিক্স কুইজ
এরমধ্যে কুইজ প্রতিযোগিতাটি শুধুমাত্র বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে আয়োজিত হবে রোবটিক্স নিয়ে নতুনদের আগ্রহী করে তোলার উদ্দেশ্যে; এই ক্যাটাগরির সাথে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কোন সম্পর্ক নেই। অন্য ক্যাটাগরিগুলোর প্রতিযোগিতা আয়োজিত হবে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ওই ক্যাটাগরিগুলোতে অংশ নেয়ার জন্য বাংলাদেশের দক্ষ ও চৌকস শিক্ষার্থীদের বাছাই করার উদ্দেশ্যে।
৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত হবে ২ টি পর্বে –
ক) অনলাইন বাছাই পর্ব
খ) জাতীয় পর্ব
যেকোনো ক্যাটাগরিতে প্রথমে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চালু হবে আগস্ট মাসে। এরপর সেপ্টেম্বরের ২য় সপ্তাহে অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ঢাকায় সেপ্টেম্বরের ৪র্থ সপ্তাহে অফলাইনে জাতীয় পর্বে অংশ নিবে।
আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড থেকে প্রদান করা দিকনির্দেশনা অনুসরণ করে অনলাইন বাছাই পর্ব ও জাতীয় পর্বের সময়গুলো নির্ধারিত হয়েছে।
জাতীয় পর্বে যারা ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি, ফিজিক্যাল কম্পিউটিং ও ড্রোন মেজ ক্যাটাগরিতে বিজয়ী হবে তাদের নিয়ে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্প থেকে শিক্ষার্থীদের যোগ্যতা ও পারফরম্যান্স যাচাই বাছাই করে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হবে যারা জানুয়ারি ২০২৪ এ অনুষ্ঠেয় ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
সকল ক্যাটাগরির ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এর আপডেট রুলবুক প্রকাশিত হবে ৩১ জুলাই ২০২৩। রুলবুক প্রকাশ হবার পর অবশ্যই ভালো করে বিস্তারিত নিয়মকানুন রুলবুক থেকে জেনে নিবে। এইবছরের আপডেট রুলবুক অনুযায়ী ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের নির্ধারণ করা রুলবুক যথাযথভাবে অনুসরণ করেই তোমাকে অনলাইন বাছাই পর্ব ও জাতীয় পর্বে অংশগ্রহণ করতে হবে।
রেজিস্ট্রেশন কিন্তু চালু হবে আগস্ট মাসে। তাই তোমরা নিজেদের রোবট নিয়ে চর্চা করতে থাকো এবং অপেক্ষায় থাকো ৬ষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৩ এর জন্য।
সকল খুদে রোবটবিদদের জন্য অনেক শুভকামনা রইল।