Loading Events

এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২৪। এইবছর যারা রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে অংশ নিবে, তাদের প্রস্তুত হবার জন্য জানা প্রয়োজন এমন কিছু দিকনির্দেশনা, যা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের বাংলাদেশ দল ইতিমধ্যে অর্জন করে ফেলেছে।

তাই বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে ঢাকায় আয়োজন করছে একটি দিকনির্দেশনামূলক ক্যাম্প! এই ক্যাম্পে সরাসরি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে গোল্ড ও সিলভার মেডেলিস্টদের থেকে ক্রিয়েটিভ, রোবট ইন মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং এ সফলতা পাবার বিস্তারিত জানতে পারবে শিক্ষার্থীরা।

যারা অংশ নিতে পারবে- ২০০৬- ২০১৭ সালে জন্মগ্রহণ করা বাংলাদেশী শিক্ষার্থী, যারা এইবছর বাংলাদেশ রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও ফিজিক্যাল কম্পিউটিং এ অংশ নিতে চায়
রেজিস্ট্রেশন ফি – এটি একটি অমূল্য কর্মশালা, তবু রেজিস্ট্রেশন ফি হিসাবে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে

আসন সংখ্যা – ৩৪ ( আসন সংখ্যা শেষ হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে)

রেজিস্ট্রেশনের শেষ সময় – ১৯ মার্চ ২০২৪, রাত ১১ টা ৫০ মিনিট।

*** রেজিস্ট্রেশন করার পর সেটি ক্যান্সেল করার বা রিফান্ড করার সুযোগ নেই।

 

ক্যাম্পের সময় – ২২ মার্চ ২০২৪, দুপুর ২ টা ৩০ থেকে বিকেল ৪ টা

 

ক্যাম্প ভেন্যু – ১২ তলা, গ্রিন সিটি সেন্টার, ৭৫৮ সাতমসজিদ রোড, ঢাকা (আবাহনী মাঠের বিপরীতে)।

 

বিশেষ দ্রষ্টব্য –
ক) ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী ক্যাম্পে অংশগ্রহণের সার্টিফিকেট পাবে।
খ) এই ক্যাম্পে কোন খাবার সরবরাহ করা হবে না। তবে পানির ব্যবস্থা থাকবে।

রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment (পেমেন্ট) অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ৪০০ টাকা (চারশত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/Aonu2TLwH6UhVnc69 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
৪. নিবন্ধনের শেষ সময়:

১৯ মার্চ ২০২৪, রাত ১১ টা ৫০ মিনিট।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711
(সকাল ১০ টা থেকে বিকেল ৫ টার মধ্যে)

Leave A Comment