Loading Events
বর্তমানে মাইক্রোপাইথনের ব্যবহার বাড়ছে রোবটিক্সে। আর রাস্পবেরি পাই পিকো একটি দারুন প্রসেসিং ক্ষমতাসম্পন্ন ডেভেলপমেন্ট বোর্ড মাইক্রোপাইথন ব্যবহার করে রোবটিক্সের কাজ করার জন্য।

তাই বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আয়োজন করছে একটি অনলাইনে মাইক্রোপাইথন দিয়ে রাস্পবেরি পাই পিকো ক্যাম্প!

যারা অংশ নিতে পারবে- আগে কখনও মাইক্রোপাইথন বা রাস্পবেরি পাই পিকো নিয়ে কাজ করে নি এমন ১০-১৮ বছর বয়সী শিক্ষার্থী
রেজিস্ট্রেশন ফি – ৫০০ টাকা
রেজিস্ট্রেশনের শেষ সময় – ৩০ মার্চ ২০২৪
ক্যাম্পের সময় – ১,২,৩ ও ৪ এপ্রিল ২০২৪,  প্রতিদিন দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত
প্ল্যাটফর্ম – গুগল মিট

ক্যাম্পের কারিকুলাম –
মাইক্রোপাইথন পরিচিতি, মাইক্রোপাইথনের বিভিন্ন সিনট্যাক্স, রাস্পবেরি পাই পিকো পরিচিতি,বিভিন্ন জিপিআইও পিন ইন্টারফেসিং, সেন্সর ডাটা একুইজিশন, ডিসপ্লে মডিউল, রিলে, মোটর আউটপুট, হ্যান্ডলিং টাইম, ডাটালগিংসহ বিভিন্ন সিমুলেশন প্রোজেক্ট।

বিশেষ দ্রষ্টব্য –  ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী ক্যাম্পে অংশগ্রহণের ডিজিটাল সার্টিফিকেট পাবে।

রেজিস্ট্রেশনের নিয়ম –
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01316814633
২. এই বিকাশ নম্বর একটি  মারচেন্ট নম্বর। তাই বিকাশের Make Payment অপশন ব্যবহার করে শুধুমাত্র ক্যাম্পে অংশ নিতে চাইলে ৫০০ টাকা (পাঁচশত টাকা) বিকাশ পেমেন্ট করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি ( https://forms.gle/EhcqBrzN4Rn3qE2R6 ) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
৪. নিবন্ধনের শেষ সময়:    ৩০ মার্চ ২০২৪

যেকোনো প্রয়োজনে যোগাযোগ
মিশাল ইসলাম
01521439711

Leave A Comment